বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ৩৩তম জন্মদিন আজ ৫ অক্টোবর। নড়াইল এক্সপ্রেস খ্যাত এ তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন দেশ-বিদেশের অগণিত ভক্ত ও সমর্থক।
বাদ যায়নি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাও। ডানহাতি এ ফাস্ট বোলারকে ‘লিজেন্ড’ (কিংবদন্তি) বলে আখ্যা দিয়ে শুভেচ্ছা জানিয়েছে আইসিসি।
আইসিসি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে মাশরাফির ক্যারিয়ারের ছোট্ট একটি পরিসংখ্যান দিয়ে লিখেছে, ‘হ্যাপি বার্থডে টু বাংলাদেশ ক্রিকেট: দ্য টাইগার ‘লিজেন্ড’ মাশরাফি বিন মর্তুজা!’
সংস্থাটি পরিসংখ্যানে লিখেছে:
টেস্ট-৭৮ উইকেট (৩৬ ম্যাচ), সেরা বোলিং ফিগার ৪/৬০
ওডিআই-২৩২ উইকেট (১৭৯ ম্যাচ), সেরা বোলিং ফিগার ৬/২৬
টি-টোয়েন্টি-৪২ উইকেট (৫৪ ম্যাচ), সেরা বোলিং ফিগার ৪/১৯
১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইলে জন্ম নেওয়া মাশরাফির অধিনায়কত্বে গত কয়েক বছরে অসাধারণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠা, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনাল খেলা এর মধ্যে অন্যতম। রয়েছে ঘরের মাঠে ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও নিউজিল্যান্ডের মতো দলের বিরুদ্ধে সিরিজ জয়ের সুখ স্মৃতিও।