মালয়েশিয়ার শীর্ষ আলেমগণ এখন চরমোনাইতে

:
: ৪ years ago

চরমোনাই ফাল্গুনের মাহফিলে পীর সাহেব চরমোনাই’র আমন্ত্রণে মালয়েশিয়ার জাতীয় ফতোয়া বোর্ডের চেয়ারম্যান, সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব শাইখ দাতু ওয়ান জাহিদী বিন ওয়ান তেহ এবং মালয়েশিয়ার ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা শাইখ আহম্মদ হাফিজ বিন হাজী মোহাম্মদ বাকানি এখন বাংলাদেশে অবস্থান করছেন।

 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) চরমোনাই মাহফিলের উদ্দেশ্যে মালয়েশিয়া ত্যাগ করেন তারা। মেহমানবৃন্দ ঢাকা শাহ্ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফজলে বারী মাসউদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাদের অভ্যর্থনা জানান।

 

উল্লেখ্য, আজ যোহর বাদ আমীরুল মুজাহিদীন হযরত পীর সাহেব চরমোনাই’র উদ্বোধনী বয়ানের মধ্যদিয়ে চরমোনাইর ফাল্গুনের বাৎসরিক শুরু হয়ে ২৯ তারিখ আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হবে।

 

৩দিন ব্যাপী এই মাহফিলে ইতিমধ্যেই দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছেন। ৫টি মাঠে দীর্ঘ ১০ বর্গকিলোমিটার প্যান্ডেল ছাপিয়ে বাহিরেও লোকজন অবস্থান করছেন বলে জানা গেছে।