মানুষ ও প্রাণীর মধ্যে সবচেয়ে বিশ্বস্ত প্রাণী হলো কুকুর। পোষা কুকুর সবসময় চায় তার মানুষ সঙ্গীর সঙ্গে থাকতে। যদি কেউ আক্রমণ করতে আসে তখনও মালিককে বাঁচাতে আগে ঝাপিয়ে পড়ে কুকুর।
পোষা মালিকের প্রতি কুকুরের যে টান আছে সেটি অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। বিষয়টি আবারও প্রকাশ পেল সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে।
এতে দেখা যাচ্ছে, অসুস্থ মালিককে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ওই সময়ও কুকুরটি তার মালিককে ছাড়তে চায়নি। এজন্য অ্যাম্বুলেন্সের পেছনেই দৌড়ে দৌড়ে কুকুরটি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। অসাধারণ এই ভিডিওটি ধারণ করেছেন এক মোটরসাইকেল আরোহী।
ভিডিওটির শেষ দিকে দেখা যাচ্ছে, কুকুরটিকে দেখতে পেয়ে চালক অ্যাম্বুলেন্স থামিয়ে এটিকে উঠতে দিচ্ছেন। এরপর কুকুরটি এক লাফে অ্যাম্বুলেন্সের ভেতর ঢুকে পড়ে।
ভিডিওটির কমেন্ট বক্সে একজন লিখেছেন, “আমার বোন বাড়িতে মারা যায়। যখন অ্যাম্বুলেন্স আসে তাকে নিয়ে যাওয়ার জন্য, তার কুকুরটি অ্যাম্বুলেন্সের পেছনে দৌড়াতে থাকে। দৃশ্যটি খুবই হৃদয়বিদারক ছিল।”
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com