মালদ্বীপে ডাব্লিউএইচও’র ৭০তম আঞ্চলিক কমিটি বৈঠক শুরু

লেখক:
প্রকাশ: ৭ years ago

ডাব্লিউএইচও’র দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের ৫ দিনব্যাপী ৭০তম আঞ্চলিক কমিটির অধিবেশন আজ এখানে শুরু হয়েছে।
এই অঞ্চলের অঙ্গীকার স্বাস্থ্যখাতে টেকসই বিনিয়োগ বৃদ্ধি, জলবায়ু সহিষ্ণু স্বাস্থ্য ব্যবস্থা এবং সর্বজনীন স্বাস্থ্য সুবিধা হচ্ছে এই অধিবেশনের আহ্বান।
ডাব্লিউএইচও’র দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলর পরিচালক ড. পুনাম ক্ষেত্রপাল বলেন, সরকারের কষ্টার্জিত অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রাখতে স্বাস্থ্যখাতে টেকসই বিনিয়োগ একটি প্রধানতম হাতিয়ার।
বাংলাদেশ, ভুটান, ডেমোক্রেটিক রিপাবলিক অব কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মায়ানমার, নেপাল, শ্রীলংকা, থাইল্যান্ড ও তিমুর এই ১১টি দেশ অধিবেশনে যোগ দিয়েছে।
মালদ্বীপের রাজধানী মালেতে আয়োজিত ৫ দিনের এ অধিবেশন ১০ সেপ্টেম্বর শেষ হবে।