মার্সেলো মেক্সিকোর বিপক্ষে খেলবে, ব্রাজিলের আশা

লেখক:
প্রকাশ: ৬ years ago

গ্রুপ ‘ই’ থেকে প্রত্যাশিতভাবেই চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে এ স্বস্তির মাঝেও অস্বস্তিকর খবর হচ্ছে, দলের গুরুত্বপূর্ণ সদস্য মার্সেলোর চোট। সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে মাত্র ৮ মিনিটের মাথায়ই মাঠ ছাড়েন এ রিয়াল ফুলব্যাক।

শেষ ষোলতে ব্রাজিলের প্রতিপক্ষ মেক্সিকো। আগের ম্যাচের শুরুতেই চোটের কারণে মাঠ ছাড়লেও গুরুত্বপূর্ণ এ ম্যাচে মার্সেলোকে পেতে ভীষণ আশাবাদী ব্রাজিল।

দলের ডাক্তার রদ্রিগো লাসমার বলেন, ‘মার্সেলোর পিঠে সমস্যা হয়েছিল, কিন্তু এখন সে ভালো হয়ে উঠেছে। এখন আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, ৪৮ ঘণ্টা অথবা এর বেশি কিছু সময়। তখন আমরা দেখবো তার কি অবস্থা। তার মেক্সিকোর বিপক্ষে মাঠে নামা সম্ভব। আমাদের কাছে খুব বেশি সময় নেই, কিন্তু আমরা আশাবাদী।’