পেশাগত দায়িত্ব পালনের সময় মার্চ মাসে অন্তত ৩৫ জন সাংবাদিক নানাভাবে হুমকি, হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। এ সময়ে দায়িত্ব পালনে বাধাপ্রাপ্ত ও আহত হন ১০ জন, ১৫ জন নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন, ৪ সাংবাদিককে হুমকি দেওয়া হয়েছে, ১ জনকে আক্রমণ এবং ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
সংগঠনটি ১২টির বেশি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করে।
প্রতিবেদনে বলা হয়, বেশিরভাগ সাংবাদিক ও গণমাধ্যমকর্মী তাদের পেশাগত দায়িত্ব পালনের সময় অপমান, নিপীড়ন, হত্যার হুমকি, হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মী দ্বারা।
প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) প্রবলভাবে সমালোচিত হওয়ায় এ আইনে মামলার নামে হয়রানি বা অপব্যবহার কিছুটা কমেছে।
সংগঠনটি মনে করে, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে যেভাবে বাধা দেওয়া হচ্ছে এবং হয়রানি ও শারীরিকভাবে আক্রমণ করা হচ্ছে তা বস্তুনিষ্ঠ ও সৎ সাংবাদিকতার কণ্ঠরোধ করার সামিল।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com