চাঁপাইনবাবগঞ্জে প্রতারণার মামলায় শরিফা জাহান নামের এক নারীকে কারাগারে পাঠিয়েছে আদালত। সেই সঙ্গে তার তিন বছরের মেয়ে নাবিলা হাসানকেও জেলহাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তারা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচরের আলমগীর হোসেনের স্ত্রী ও মেয়ে। রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যায় মা ও মেয়েকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়েছে।
শরিফা জাহানের আইনজীবী মাহিদুল মূলক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিশুটির থাকার জন্য নিরাপদ কোনও স্থান নেই। যে কারণে মায়ের ইচ্ছায় তাকে কারাগারে রাখার নির্দেশ দেন আদালত।’
আদালতের হাজতখানায় থাকাকালীন শরিফা জাহান বলেন, ‘আমাকে একটি এনজিও পরিচালনা কমিটির সদস্য বানিয়েছিলেন আমার বোনের স্বামী। পরে ওই এনজিওর গ্রাহকরা একাধিক মামলা করলে আমার নামেও মামলা রুজু হয়। রোববার একটি মামলা থেকে জামিন পাওয়ার জন্য আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করি। কিন্তু আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।’
চাঁপাইনবাবগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক দিলীপ কুমার দাস বলেন, ‘রোববার একটি মামলায় এক নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পরে ওই নারীর ইচ্ছায় তার সঙ্গে তিন বছরের শিশুকেও কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com