কক্সবাজারের টেকনাফে মায়ের লাশ বাড়িতে রেখেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়েছেন সাদিয়া ফেরদৌস ও শারমিন আকতার নামে দুই বোন। তারা উপজেলার সাবরাং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
মঙ্গলবার (২ মে) বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষার দিন তাদের মা মারা যান।
সাদিয়া ফেরদৌস ও শারমিন আক্তার উপজেলার সাবরাং ইউপির পানছড়ি পাড়ার জহির আহমদ ও আনোয়ারা বেগম দম্পতির মেয়ে।
সাদিয়া ও শারমিনের চাচাতো ভাই রবিউল বলেন, ‘আজ মঙ্গলবার ভোরে চাচি আনোয়ারা বেগম মারা যান। মায়ের লাশ বাড়ি রেখে কাঁদতে কাঁদতে সাদিয়া ও শারমিন পরীক্ষা দিতে কেন্দ্রে যান।’
সাদিয়া ও শারমিনের বাবা জহির আহমদ বলেন, ‘রমজান মাস থেকেই আমার স্ত্রী আনোয়ারা বেগম শারীরিক জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার ভোরের দিকে সেখানেই তিনি মারা যান।’
তিনি আরও বলেন, ‘গত রোববার থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। মেয়েরা উৎসাহ নিয়েই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। হঠাৎ এত বড় ধাক্কা কীভাবে সামলে নেবে ওরা সেটা বুঝতে পারছি না।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, ‘দুই পরীক্ষার্থীর মায়ের মৃত্যু সত্যি বেদনার। তাদেরকে মানসিকভাবে সহযোগিতা প্রদানে ইতোমধ্যে কেন্দ্র সচিবকে অবহিত করা হয়েছে।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com