মোঃ আল মামুন, নারায়ণগঞ্জঃ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ওই শিশুটির নাম মো. সায়েম হোসেন (৮)। সে বরিশালের মেহেন্দিগঞ্জ থানার সোনামুখী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। ফতুল্লার শিয়াচরের লালখাঁ এলাকায় বাবা মায়ের সাথে থেকে একটি মাদ্রাসায় পড়ালেখা করতেন।
স্থানীয়রা জানান, মাদ্রাসা থেকে ফেরার পথে বাসার সামনে পৌঁছাতেই সন্ধ্যা ৬টায় ব্যাটারিচালিত অটোরিকশাটি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা খারাপ দেখে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে চিকিৎসক। সেখানে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির চাচা আহমেদ আলী জানান, সায়েম বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল। এখন লাশ হয়ে মর্গে পরে আছে।
এ ব্যাপারে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার রাত ১টায় জানান, এমন কোন তথ্য আমাদের কাছে নেই।