মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। তারা দুজনই শরীয়তপুরে গ্রামীণ ব্যাংকের ডোমসার শাখার কর্মকর্তা ছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত মনিরুল ইসলাম (৪০) ও তার স্ত্রী ফারহানা ইসলাম (৩০) মোটরসাইকেলে করে পটুয়াখালী থেকে শরীয়তপুরে কর্মস্থলে যাচ্ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা মাদারীপুর শহরের শিশুপার্কের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে আনেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত মনিরুল ইসলাম গ্রামীণ ব্যাংকের শরীয়তপুর জেলার ডোমসার শাখা ব্যবস্থাপক ছিলেন এবং তার স্ত্রী একই শাখার কর্মকর্তা ছিলেন। মনিরুলের বাড়ি পটুয়াখালী জেলায় ও তার স্ত্রী ফারহানা ইসলামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি। নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com