মাদারীপুরে কোয়ারেন্টাইনে ২১২ জন, দু’জন আইসোলেশনে

:
: ৪ years ago

সম্প্রতি শতাধিক ব্যক্তি ইতালিসহ বিভিন্ন দেশ থেকে মাদারীপুরে এসেছেন। এদের মধ্যে বেশ কয়েকজনের করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ দেখা দিলে দুই জনকে ঢাকার আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া করোনাভাইরাসে আক্রন্ত সন্দেহে ২১২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সোমবার দুপুরে মাদারীপুর জেলার সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় মাদারীপুর জেলায় নতুন করে ৩৬ জনকে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য সহকারীদের নির্দেশ দেয়া হয়েছে গত এক মাসে কতজন ইতালিসহ বিভিন্ন দেশ থেকে মাদারীপুরে এসেছেন তাদের তথ্য সংগ্রহ করার। তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে যারা হোম কোয়ারেন্টাইনে না থেকে নির্দেশ অমান্য করবেন তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তবে এসব নিয়ে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন সিভিল সার্জন। হাঁচি-কাশির সময় নিয়ম মেনে চলার পরামর্শও দিয়েছেন তিনি।

করোনাভাইরাস প্রতিরোধে মাদারীপুর সদর হাসপাতালের নতুন ভবনে একশ শয্যা প্রস্তুত করা হয়েছে। এছাড়াও সদর হাসপাতালের পুরাতন ভবনের দুটি কেবিনের ৪টি বেড প্রস্তুত করা হয়েছে। এছাড়া চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি করে বেড প্রস্তুত রাখা হয়েছে।