এলিট ফোর্স র্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই জঙ্গী ও সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে
আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে আসছে। র্যাবের তথা আইন-শৃংখলা বাহিনীর
নিয়মিত অভিযানের ফলে জঙ্গী দমনে বাংলাদেশের সাফল্য বিশ্বব্যাপী সমাদৃত। বর্তমান সময়ে
বাংলাদেশের জঙ্গীগোষ্ঠী সমূহ আগের মত শক্তিশালী না থাকলেও গোপনে তারা যেন পূনরায়
সংগঠিত না হতে পারে তার জন্য র্যাব সদা জাগ্রত। এর প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারীর মাধ্যমে
র্যাব বরিশাল অঞ্চলে কয়েকজন জঙ্গীর অবস্থান সম্পর্কে তথ্য পায় এবং এদের গ্রেফতারে আইনগত
ব্যবস্থা গ্রহন করতে তৎপরতা শুরু করে।
ধারাবাহিকতায় র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৮ এর আভিযানিক দল অভিযান
পরিচালনা করে অদ্য ২২ অক্টোবর ২০১৮ তারিখে মাদারীপুর সদর থানা এলাকা হতে নিষিদ্ধ ঘোষিত
জেএমবি এর ০১ জন সদস্যকে গ্রেফতার করেঃ
ক। নামঃ মোহাম্মদ মানিক বেপারী @ বেপারী @ মানিক (২৪), পিতাঃ মোহাম্মদ
বেপারী, সাং-চরপখিরা, থানাঃ ও জেলাঃ মাদারীপুর।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নিষিদ্ধ ঘোষিত জেএমবি এর সক্রিয় সদস্য বলে স্বীকার করে। গ্রেফতারকৃত এর কাছ হতে উগ্রপন্থী বই, লিফলেট ও পাসপোর্ট উদ্ধার করা
হয়।
জিজ্ঞাসাবাদে মানিক আরো জানায়, সে পুরান বাজার এর রাজ্জাক হাওয়ালাদার
একাডেমিক স্কুল থেকে ৫ম শ্রেণী পাস করে। এরপর মানিক দর্জি কাজ শেখার জন্য কাজীর
মোড় বাজারের আব্দুল মতিন মোল্লার দোকানে দর্জি কাজ শুরু করে। এসময় জেএমবি সদস্য
আলামিন, সাকিব ও অন্যান্যদের মাধ্যমে উগ্রপন্থী বক্তব্য ও ওয়াজ শুনে উগ্রপন্থী কর্মকান্ডে
উদ্বুদ্ধ হয়। সে শিবচরসহ দেশের বিভিন্ন স্থানে গমন করে উগ্রপন্থী সামরিক প্রশিক্ষণ গ্রহন
করে। সে বিভিন্ন এলাকায় দাওয়াতি এবং কর্মী সংগ্রহের কাজ করে। সে বিভিন্ন ব্যক্তির
সাথে ফেসবুকের মাধ্যমে উগ্রপন্থী আলোচনায় অংশগ্রহন করে। সে উগ্রপন্থী অডিও ও
ভিডিও ব্যবহারের মাধ্যমে কর্মী সংগ্রহের কাজ করে বলে স্বীকার করে। সে বিভিন্ন সময়
উগ্রপন্থী নেতাদের সাথে বৈঠক করে আসছে। সে মাসিক ভিত্তিক চাঁদা প্রদানের মাধ্যমে
ফান্ড গঠন ও তা পরিচালনায় আঞ্চলিক কমান্ডার হিসেবে কাজ করে। মূলত সে মাদারীপুর এলাকায়
জঙ্গি ভিত্তিক সামরিক কর্মকান্ড ও পরিচালনার প্রধান হিসেবে কাজ করে। সে গোপনে ছদ্দবেশ
ধারণ করে বিভিন্ন এলাকায় গমনাগমনের মাধ্যমে চাঁদা আদায় ও দাওয়াতী কাজ করে।
গ্রেফতারকৃত মোহাম্মদ মানিক বেপারী (২৪) এর নিকট হতে (১) ২৪টি উগ্রপন্থী
বই (২) ০৩টি উগ্রপন্থী পাসপোর্ট সাদৃশ্য বই এবং (৩) ৮২৪ টি বিভিন্ন উগ্রপন্থী
দাওয়াতি লিফলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মানিক এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তার অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব-৮ তৎপর রয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com