মাদক মামলায় পুলিশের সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল বাশারকে (৪০) ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সার এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী হাফেজ আহম্মেদ।
আবুল বাশার কুমিল্লার দেবীদ্বার থানার বৈশের কোর্ট এলাকার আবদুল হামিদের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
রায়ের সময় আবুল বাশার আদালতে হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে ৩১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এএসআই মো. আবুল বাশারকে আটক করে র্যাব-৭। এ ঘটনায় তৎকালীন র্যাব-৭ এর পুলিশ পরিদর্শক মো. আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ ২০১৯ সালের ৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০২১ সালের ৭ মার্চ আবুল বাশারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com