মাগুরার ভায়না এলাকার জামান অ্যান্ড দত্ত ফিলিং স্টেশনে রোববার বোরহান উদ্দিন (২৮) নামে এক পুলিশ কনস্টেবলের ওপর হামলার ঘটনা ঘটেছে। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হমালাকারী ফরিদ হোসেন খান মাদক ব্যবসার সঙ্গে জড়িত ও একাধিক মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, বেলা ১২ টার দিকে ভায়না পেট্রোল পাম্পে মাগুরা সদর থানার কনস্টেবল বোরহান উদ্দিনের সঙ্গে কথা কাটাকাটি হয় ফরিদ হোসেন খানের। এর জেরে ফরিদসহ তার সঙ্গীরা বোরহানকে চেয়ার দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
তিনি জানান, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ সুপার বলেন, মূল হামরাকারী ফরিদ হোসেন খান মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।
এডিশনাল এসপি তারিকুল ইসলাম জানান, পুলিশের উপর হামলার ঘটনায় মামলা দায়ের ও ফরিদসহ অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।