মাদক ছেড়ে আলোর পথে ৬ ব্যক্তি

লেখক:
প্রকাশ: ৬ years ago

দিনাজপুরে দীর্ঘ দিনের মাদক ব্যবসা ছেড়ে আলোর পথে ফিরে এসেছেন ৬ ব্যক্তি।

সোমবার দুপুরে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ে তাদের হাতে তুলে দেয়া হয় নগদ ২০ হাজার টাকা। দিনাজপুরের পার্বতীপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজন করে এ অনুষ্ঠানের।

স্বাভাবিক জীবনে ফেরা ব্যক্তিরা হলেন- পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চৈতাপাড়া গ্রামের আজিজুল হক, আনোয়ার হোসেন, বেলাল হোসেন, নুর আলম, সোলামান আলী ও হায়দার আলী।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) আবু তাহের মোঃ সামসুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা তাপস রায় উপস্থিত ছিলেন।

পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান বলেন-মাদক একটি মানুষকে পরিবার সমাজ ও দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। যারা মাদক ব্যবসা বন্ধ করে স্বাভাবিক জীবনে ফিরতে চায় তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। নতুন প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে। সে দায়িত্ব সবার। সবাই এগিয়ে আসলে সমাজকে মাদকমুক্ত করতে কোনো বেগ পেতে হবে না।