ঝালকাঠির নবাগত পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তিনি মাদক নির্মূলসহ জেলার শান্তি-শৃঙ্খলা রাক্ষায় সকলের সহযোগিতা চেয়েছেন।
শনিবার (২২ জুন) সকাল সাড়ে ১১ টায় পুলিশ সুপার কার্যালয়ের সন্মেলন কক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে এক সুধী সমাবেশে এ কথা বলেন।
এ সময় নবাগত পুলিশ সুপার, প্রতিটি পরিবারের সন্তানরা কে কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে, কখন ঘরে ফিরছে এসব বিষয়ে সকল পিতা-মাতাকে নজরদারী করার পরামর্শ দেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসারও আহবান জানান।
সুধী সমাবেশে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জাহাঙ্গীর আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।
সুধী সমাবেশের আলোচনায় অংশ নেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহআলম, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, পৌর কাউন্সিলর তরুন কর্মকার, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, সাংবাদিক এসএমএ রহমান কাজল, প্রথম আলোর জেলা প্রতিনিধি মাহামুদুর রহমান পারভেজ, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আল-আমিন তালুকদারসহ আরো অনেকে।
পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন গত ২০ জুন ঝালকাঠিতে যোগদান করেন। এর আগে তিনি চট্রগ্রাম মেট্রো পলিটন পুলিশের উপকমিশনার ছিলেন।
বরিশাল বিভাগের ৬ জেলার মধ্যে প্রথম নারী পুলিশ সুপার পেলেন ঝালকাঠিবাসী।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com