গোপালগঞ্জ সদর উপজেলায় মাদকাসক্ত ভাতিজার হাতে খুন হয়েছেন দাউদ ফকির (৬০) নামে এক ব্যক্তি।
সোমবার সকাল ৭টার দিকে উপজেলার উলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা মাদকাসক্ত ভাতিজা আমির হোসেন ফকিরকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছে।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) মোক্তার হাসেন জানান, মাদকাসক্ত আমির হোসেন ফকির নেশার টাকার জন্য প্রায়ই তার মা-বাবাকে মারধর করে।
তিনি জানান, সোমবার সকালেও আমির তার বাবা ছলেমান ফকিরকে মারধর করছিল। আমিরের মা সুফিয়া বেগম তাকে ঠেকানোর জন্য আমিরের চাচা দাউদকে ডাকেন। দাউদ ফকির এসে আমিরকে ঠেকাতে গেলে আমির ক্ষিপ্ত হয়ে টেটা দিয়ে কুপিয়ে দাউদ ফকিরকে হত্যা করে। পরে গ্রামবাসী আমিরকে আটক করে পুলিশে সোপর্দ করে।