চলমান মাদকবিরোধী অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। অভিযান ঘিরে সব ধরনের বিতর্ক এড়িয়ে চলতেও বলা হয়েছে। তবে অভিযানের সফলতা নিয়ে বৈঠকে সন্তোষ প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি টিপু মুনশি। বৈঠকে অংশ নেন কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফরিদুল হক খান, আবুল কালাম আজাদ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ফখরুল ইমাম ও কামরুন নাহার।
ফখরুল ইমাম সাংবাদিকদের বলেন, সরকারের পাঁচটি সংস্থার কাছ থেকে তথ্য নিয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলছে। চলমান অভিযানে কমিটি সন্তোষ প্রকাশ করেছে।
তিনি বলেন, মাদক অভিযানের সময় আক্রমণ বা পাল্টা আক্রমণে যদি কেউ মারা যায়, তাহলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু করার নেই। তবে কোনো নিরীহ মানুষ যেন এর শিকার না হয়, সে জন্য তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কমিটি।
মাদকবিরোধী অভিযানে এ পর্যন্ত শতাধিক ব্যক্তি নিহত হয়েছে। এই অভিযান ঘিরে বিনাবিচারে মানুষ হত্যার অভিযোগ তুলেছে দেশ-বিদেশের বিভিন্ন সংস্থা। কথিত 'বন্দুকযুদ্ধে' নিহতদের কয়েকজনের পরিবার দাবি করেছে, তাদের স্বজনকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে অবস্থানকারী বাংলাদেশিদের পাসপোর্ট ও ভিসা নবায়ন কার্যক্রম আরও সহজ করার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া গাজীপুর ও রংপুর মহানগরী পুলিশ বিল পাস হওয়ার পরে এখন যাতে দ্রুততম সময়ে এ দুটি এলাকায় পুলিশের জন্য ব্যারাক নির্মাণ, থানা ভবন নির্মাণসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়, তার সুপারিশ করা হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com