মাঠে নামার আগেই মুশফিকদের নৈতিক জয়!

লেখক:
প্রকাশ: ৭ years ago

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। কিন্তু রবিবার সকাল থেকেই বৃষ্টিতে ক্লান্ত পুরো শহর।

উইকেট দু’টি তৈরি হলেও খুব বেশি দেখার সুযোগ হয়নি স্মিথের। তবে উইকেট যে ঢাকার মতোই হবে এ ব্যাপারে নিশ্চিত তিনি।

এদিন রহস্য উন্মোচনের মতো করে মুশি-স্মিথরা আরেক দফা দেখে নেন ২২ গজের লড়াই মঞ্চটাকে। কিন্তু বাংলাদেশের জন্য যেটা স্বাভাবিক সেটা অস্ট্রেলিয়ার জন্য মোটেও সহজ ছিল না। তাই তো মাঠে নামার আগের দিনও একাদশ ঘোষণা করতে পারলেন না অসি অধিনায়ক।

মুশফিকের আগে সংবাদ সম্মেলনে আসেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। একাদশ সম্পর্কিত প্রশ্নে অনেকটা এলোমেলো কন্ঠেই তিনি বলেন, ‘এখানে বৃষ্টি। উইকেটটা দেখতে হবে আরো। আরো আলোচনা বাকি। শেষ সময়ে একাদশ দেব। ’

এদিকে অসিদের এমন কোণঠাসা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে টাইগার অধিনায়ক মুশফিক বলেন, ‘আগামীকাল ম্যাচ। কিন্তু এখনও তারা তাদের একাদশ দেয়নি! এটা প্রমাণ করে তারা চাপে আছ। ‘ তাহলে এটা কি বাংলাদেশের নৈতিক জয় না? মুশফিকের মুখের আলোটা আরও বেড়ে ‘হ্যা, অবশ্যই। নৈতিক জয় তো অবশ্যই। ‘

হুমকি নয়, অনেকটা চ্যালেঞ্জের সুরে মুশফিক আরও বলেন, ‘এটাও সত্য যে গত টেস্টে তারা যে লড়াইয়ের মুখোমুখি হয়েছে, তাতে তারা জেনে গেছে যে হোম কন্ডিশনে আমরা কতোটা ‘ডেঞ্জোরাস’। এই মেসেজটা খুব ভালোভাবে তাদের কাছে গেছে। তারা নিশ্চই বুঝতে পারছে যে আমাদের বিপক্ষে কিছু করতে হলে প্ল্যান করেই করতে হবে। ‘

উল্লেখ্য, মিরপুরে প্রথম টেস্টে সফরকারীদের ২০ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা।