মাঠে নামল বরিশালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

:
: ৬ years ago

অশ্বিনী কুমার টাউন হলে বিক্ষোভ সমাবেশ করল বরিশাল বিভাগের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অযৌক্তিক জরিমানার কবলে কবলিত শিক্ষার্থীরা। আর এতে নেতৃত্ব দেন দক্ষিণ বাংলার ছাত্রসমাজের অহংকার, সংগ্রামী ছাত্রনেতা,রাজপথে সাধারণ শিক্ষার্থীদের দাবি অাদায়ের পথিকৃৎ,অাজকের বিক্ষোভ সমাবেশের অাহ্বায়ক  ও সরকারি বরিশাল কলেজের মেধাবী ছাত্রনেতা অামিনুল ইসলাম ইমরান এবং সদস্য সচিব হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সরকারি বরিশাল কলেজের অন্যতম ছাত্রনেতা সাকিব খান।

বরিশাল সহ সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের ভর্তি বাতিলের নামে টাকা অাত্মসাৎ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এতে জরিমানার ভোগান্তির স্বীকার হন জাবির সাধারণ শিক্ষার্থীরা। যেখানে জরিমানা ভোগ করার কথা ছিল সেইসব টাকা অাত্মসাৎকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর। অামিনুল ইসলাম ইমরান তার জ্বালাময়ী বক্তব্যে বলেন অাজকে যদি এই শিক্ষার্থীদের জরিমানা দিতে হয় তবে তাদের জড়িয়ে পড়তে হবে চুরি, ডাকাতি ও রাহাজানিতে। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কলম ধরছে দেশের সকল উন্নয়নশীল কার্যের জন্য। তারা চুরি করার জন্য নয়। তাই তিনি ভিসি মহোদয়কে অনুরোধ করেন যাতে তিনি এই সাধারণ শিক্ষার্থীদের  তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে সেইদিক বিবেচনা করে সাধারণ শিক্ষার্থীদের অতিদ্রুত রেজিস্ট্রেশন কার্ড দিয়ে তাদের ফরম পূরণ করে পড়াশুনা চালিয়ে যেতে পারে। সাথে তিনি অারও বলেন যাতে জরিমানা করতে হলে অর্থ অাত্মসাৎকারী শিক্ষাপ্রতিষ্ঠানকে করা হোক। প্রয়োজন হলে তদন্ত করে এর সুষ্ঠু বিচার করা হোক।