মাকে বাঁচাতে লঞ্চ থেকে ঝাঁপ দিয়ে মেঘনায় নিখোঁজ ছেলে, অতঃপর…

লেখক:
প্রকাশ: ২ years ago

মুন্সিগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছে ছেলে। এ ঘটনার পর উদ্ধার অভিযানে চালাচ্ছে কোস্ট গার্ড ও ডুবুরি দলের সদস্যরা। সোমবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ নাঈম শরীয়তপুর জেলার সখিপুর থানার আক্তার হোসেনের ছেলে।

নিখোঁজের পরিবার ও কোস্ট গার্ড জানায়, শরীয়তপুর থেকে ঢাকাগামী এম বাইজিদ জুনাইদ-১ নামের একটি যাত্রীবাহী লঞ্চে পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের সঙ্গে অভিমান করে চলন্ত লঞ্চ থেকে মেঘনা নদীতে লাফিয়ে পড়ে জামিরুন বেগম (৪০)। এরপর তাকে বাঁচাতে যাত্রীবাহী লঞ্চটি থেকে লাফিয়ে পড়ে ছেলে নাঈম হোসেন (২১)।

পরে মাঝ নদীতে লঞ্চটি নোঙ্গর করলে লাফিয়ে পড়া ওই নারী সাঁতরে উঠতে পারলেও সাঁতার না জানায় নদীতে তলিয়ে যায় তার ছেলে নাঈম।

পরে খবর পেয়ে এ ঘটনায় নিখোঁজের সন্ধানে দুপুরে উদ্ধার অভিযানে নেমেছে কোস্ট গার্ড ও ডুবুরি দলের সদস্যরা।

পাগলা কোস্ট গার্ডের, লেফটেন্যান্ট, কমান্ডার, খন্দকার মুনিফ তকি জানান, নিখোঁজ যুবককে খোঁজে মেঘনায় উদ্ধার অভিযানে নেমেছে কোস্ট গার্ডের ২টি উদ্ধারকারী দল ও ১টি ডুবুরি দলের সদস্যরা। তবে এখনো নিখোঁজ ওই যুবকের কোনও সন্ধান মেলেনি। নিখোঁজের সন্ধানে পাওয়ার আগ পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।