মাউশিতে তিনটি অতিরিক্ত মহাপরিচালকের পদ সৃষ্টিমাউশিতে তিনটি অতিরিক্ত মহাপরিচালকের পদ সৃষ্টি

:
: ৫ years ago

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশি) অতিরিক্ত মহাপরিচালকের নতুন তিনটি পদ সৃষ্টি করা হয়েছে।

নতুন পদ তিনটি হলো-অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং অতিরিক্ত মহাপরিচালক (প্রশিক্ষণ ও মূল্যায়ন)।

গত রোববার (১৫ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে তাদের সম্মতি দিয়েছে। আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত আদেশের চিঠি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

পদ তিনটি জাতীয় বেতন স্কেলের দ্বিতীয় গ্রেডের (অতিরিক্ত সচিব) মর্যাদার।

মাউশি সূত্রে জানা গেছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নতুন এ তিনটি পদ সৃষ্টি করা হয়েছে। বর্তমানে এ ক্যাডারের অধ্যাপকরা চতুরর্থ গ্রেড পর্যন্ত যেতে পারেন। তবে পদ সৃষ্টি না থাকায় সকল শিক্ষকরা চাকরি শেষ হলেও অধ্যাপক হতে পারেন না।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব ফেরদৌসি আক্তার স্বাক্ষরিত এ-সংক্রান্ত আদেশে বলা হয়, পদ তিনটি স্থায়ী হবে। এ পদ তিনটি সৃষ্টিতে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি গ্রহণ, প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন এবং ক্যাডার পদ সৃষ্টিতে প্রধানমন্ত্রীর অনুমোদন নিতে হবে।