মহিলা আ’লীগের নেত্রীকে মারধরের অভিযোগ

:
: ২ years ago

পটুয়াখালীর দশমিনায় সালমা জাহান নামে মহিলা আওয়ামী লীগের এক নেত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। তিনি উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

সোমবার বিকালে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার রাতেই তিনি ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

সালমা জাহানের অভিযোগ, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণে দীর্ঘদিন ধরে অনিয়ম চলছিল। ঘটনার দিন একই ইউনিয়নের ৪, ৫ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য শেলিনা কামালের স্বামী কামাল খাঁ বিভিন্ন মানুষের জাতীয় পরিচয়পত্র দিয়ে টিসিবির পণ্য নিচ্ছিলেন।

সাধারণ মানুষকে পণ্য না দিয়ে ইউপি সদস্যের স্বামীকে নিয়ম না মেনে টিসিবির পণ্য দেওয়ার প্রতিবাদ করেন ওই মহিলা নেত্রী। এতে ক্ষিপ্ত হয়ে সালমা জাহানকে ওই ইউপি সদস্যের স্বামী কামাল খাঁ, জাকির কাজী, সরোয়ার খাঁ ও মোহন খাঁ মারধর ও লাঞ্ছিত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগের বিষয় কামাল খাঁ বলেন, তাকে মারধর করা হয়নি। তাকে চলে যেতে বলা হয়েছে। কিন্তু সে আমার গায়ে জুতা মেরেছে। আমাদের সঙ্গে খারাপ আচরণ করেছে।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, বিষয়টি দুঃখজনক। এ বিষয়ে শুনানি করা হবে।