মহাসমাবেশে আহত পুলিশ সদস্যকে ভারতে নেওয়া হয়েছে

লেখক:
প্রকাশ: ২ years ago

বিএনপির ডাকা ২৮ অক্টোবরের মহাসমাবেশে সংঘর্ষে আহত পুলিশের নায়েক আব্দুর রাজ্জাককে উন্নত চিকিৎসার জন্য ভারতের অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আহত আব্দুর রাজ্জাক ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। এসময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সংঘর্ষে আহত নায়েক আব্দুর রাজ্জাককে উন্নত চিকিৎসার জন্য ভারতের অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়েছে।

 

‘দুপুরে ঢাকা মেডিক্যালের আইসিইউ থেকে লাইভ সাপোর্ট সহযোগে তাকে অ্যাম্বুলেন্সে বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’