মহামারীর মধ্যেও বরিশালে সক্রিয় বিকাশ প্রতারক চক্র

লেখক:
প্রকাশ: ৫ years ago

হ্যালো, আমি বিকাশ এজেন্ট বলছি আপনার বিকাশে আট হাজার টাকা
পাঠিয়েছি আমি সেই দোকানদার আমি ।

একটা একাউন্ট ব্লোক করতে গিয়ে আপনার একাউন্ট ব্লোক হয়ে গেছে একাউন্ট চালু করতে আপনার ফোনে একটা কোড নম্বর যাবে ৩০ সেকেন্ডের মধ্যে কোডটা বলুন তাহলে আর কোড বলতেই একাউন্টের থাকা (৬,৫০০) টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক।

 

আর প্রতারনাকালে ব্যাবহার করা নম্বর হলো (০১৯৮৫২৯৬৬৯৩,০১৫৮৬১৫৯০৭৮) ঘটনাটি ঘটেছে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়ার লামচরির ৮নং ওয়ার্ডের কামাল হাওলাদারের ছেলে, সাকিব হাওলাদার (২০) এর সাথে ।

এ ব্যাপারে তক্ষনাথ (৯৯৯) দিলে সেখান থেকে সাইবার ক্রাইমের এই ০১৩০৮৬৫৮৯৮৮ নম্বরে যোগাযোগ করতে বলে। কিন্তু নম্বরটি বন্ধ পেয়ে কিছুক্ষন পড় আবার ( ৯৯৯ ) এ কল দিলে বলে বিকাশ সংকান্ত কোন অভিযোগ গ্রহন করা হয় না বলে।

 

এদিকে একই এলাকায় মানিক খাঁ,এর মেয়ে ঝুনু আক্তারের (১৫,০০০) টাকা একটু অন্যভাবে টাকা হাতিয়ে নিয়েছে বিকাশ প্রতারকচক্র ।