মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে ঝালকাঠিতে কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

লেখক:
প্রকাশ: ২ years ago

সর্বকালের সর্ব শ্রেষ্ঠ মহামানব, মানবতার মুক্তির দূত মহানবী হজরত মুহাম্মদ (সঃ)কে নিয়ে কটূক্তির প্রতিবাদ ও রাষ্টীয় নিন্দা জানানোর দাবিতে ঝালকাঠিতে একের পর এক বিক্ষোভে মিছিল ও সমাবেশে অব্যাহত রয়েছে। তাওহিদী ও স্কুল কলেজ ‍এর শিক্ষার্থীরাসহ ধর্মপ্রাণ মুসলমানেরা বিভিন্ন ব্যানারে বিক্ষোভ ও সমাবেশ অব্যাহত রেখেছেন।

এরই ধারাবাহিকতায় বিক্ষোভ মিছিল করেন ঝালকাঠি সদর ‍উপজেলাধীন বিনয়কাঠি ‍ইউনিয়নের শেরে-ই-বাংলা ফজলুল হক ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.) সম্পর্কে ভারতের বিজেপি নেতা নুপুর শর্মার বক্তব্যের প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ মিছিল। তাঁর সম্পর্কে এমন বিতর্কিত মন্তব্যে পুরো মুসলিম বিশ্ব ব্যথিত হয়েছে। ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে এ ধরনের ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে।

এ সময় তারা দাবি জানান, বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে, ভারতকে ক্ষমা চাইতে হবে। এ ছাড়াও নুপুর শর্মার শাস্তির দাবি জানান তারা।