রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা হয়েছে। মঙ্গলবার মস্কোর মেয়র এ তথ্য জানিয়েছেন।
এক বিবৃতিতে মেয়র সের্গেই সবিয়ানিন বলেছেন, ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহত করা হয়েছে। সনাক্ত করা সব ইউএভি ধ্বংস করা হয়েছে।’
মেয়র জানিয়েছেন, হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি এবং জরুরি পরিষেবাগুলি নোভায়া মস্কোভা (নতুন মস্কো) এর ক্ষতিগ্রস্থ এলাকায় কাজ করছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলার কারণে ভিনুকোভা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে। বিদেশ থেকে আসা বেশ কিছু বিমানকে অন্য বিমানবন্দরে অবতরণ করতে হয়েছে। মোট পাঁচটি ড্রোন মঙ্গলবার সকালে হামলার চেষ্টা চালিয়েছিল।
পরে মেয়র জানিয়েছেন, ভিনুকোভো বিমানবন্দরের আশেপাশে অস্থায়ী ফ্লাইট নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।