করোনাভাইরাস সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ঢেউয়ের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশের সব মসজিদের মাইকে ও জুমার নামাজের খুতবায় স্বাস্থ্যবিধি ব্যাপকভাবে প্রচার করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।
এ লক্ষ্যে সব মসজিদের পরিচালনা কমিটি, ইমাম, খতিব, ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও কর্মীদের নিম্নোক্ত বিষয়গুলো প্রচারের ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো-
>> করোনা মহামারি থেকে সুরক্ষার জন্য বেশি বেশি দোয়া ও ইস্তিগফার পড়া;
>> মসজিদে আগত মুসল্লিদের মাস্ক ব্যবহার করা;
>> ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান;
>> কিছুক্ষণ পরপর সাবান ও পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে দুই হাত ভালোভাবে পরিষ্কার করা;
>> ভিড় বা জনসমাগম এড়িয়ে সব কাজে পারস্পরিক দূরত্ব বজায় রাখা;
>> হাঁচি-কাশির সময় টিস্যু অথবা কাপড় ব্যবহার করা বা বাহুর ভাঁজে নাক-মুখ ঢেকে রাখা;
>> নাক, মুখ ও চোখ অপরিষ্কার হাত দিয়ে স্পর্শ করা থেকে বিরত থাকা;
>> যেকোনো অসুস্থ ব্যক্তি বাড়ির বাইরে অবস্থান বা চলাফেরা অথবা মসজিদে আসা থেকে বিরত থাকা;
>> করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে ডাক্তারের শরণাপন্ন হওয়া;
>> পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত করমর্দন ও কোলাকুলি থেকে বিরত থাকা।