মরিশাসে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২০২২ পালন

লেখক:
প্রকাশ: ২ years ago

পোর্ট লুইস, ১৭ মার্চ, ২০২২:: বাংলাদেশ হাইকমিশন পোর্ট লুইস, মরিশাস যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক’শ দুইতম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২০২২ পালন করে। মরিশাসে স্থানীয়ভাবে কোভিড-19 এর প্রটোকল অনুসরণপূর্বক হাইকমিশন সংক্ষিপ্ত আকারে একটি ইন-হাউজ অনুষ্ঠানের আয়োজন করে।

এই বিশেষ দিবস উপলক্ষ্যে মিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার জাতীয় পতাকা উত্তোলন এবং দূতাবাসের সকল কর্মকর্তাকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষ্যে প্রদত্ত মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণীসমূহ পাঠ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র মিশনে প্রথম সচিব জনাব সুমন আচার্য।

ভারপ্রাপ্ত হাইকমিশনার জনাব মৌসুমী ওয়াইজ, তাঁর বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগস্ট ১৯৭৫ সালে শাহাদাত বরণকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর অপরিসীম সাহস, সীমাহীন ত্যাগ-তিতিক্ষা, সুদৃঢ় নেতৃত্ব এবং সঠিক দিক নির্দেশনা জাতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয়। বঙ্গবন্ধু শিশু অধিকার আইন-১৯৭৪ এবং এ সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বর্তমানে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আজ বাংলাদেশ স্বল্পন্নত দেশ থেকে উত্তোরণের চূড়ান্ত লক্ষ্য অতিক্রম করেছে, করোনা মহামারীতেও দেশের উন্নয়নের ধারা সমুন্নত রাখতে পেরেছে। তাই সকল ক্ষেত্রে আমাদের সঠিক ও যুগোপযোগী কর্মের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমানে যথাযথ ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ভারপ্রাপ্ত হাইকমিশনার দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কেক কাটেন।