মরিশাসে বাস দূর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবার ক্ষতিপূরণ পেয়েছে।

:
: ৩ years ago

গত ০৫ নভেম্বর ২০২০ খ্রি: তারিখে মরিশাসের Hyvec Partners Co Ltd-এ কর্মরত কর্মীগণ বাসযোগে ডরমেটরি থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পতিত হয়। উক্ত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 04 (চার) জন প্রবাসী বাংলাদেশী কর্মী মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণকারী 04(চার) জন হলেন- জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পাসপোর্ট নং BL 0567539, চাঁপাইনবাবগঞ্জ, জনাব ফারুক আলী, পাসপোর্ট নং EA 0305412, চাঁপাইনবাবগঞ্জ, জনাব সঞ্চয় দাশ, পাসপোর্ট নং BR 0037842, ফরিদপুর এবং জনাব মো: রাকিব মোল্লা, পাসপোর্ট নং EG 0876339, কিশোরগঞ্জ।

সড়ক দুর্ঘটনায় নিহত উক্ত 04(চার) জন কর্মীর মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায়ের বিষয়ে মিশন হতে তথ্যাদি সরবরাহপূর্বক সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে Hyvec Partners Co Ltd-হতে নিহতের প্রত্যেক পরিবার বা উত্তরাধিকারীদেরকে 1.3 মিলিয়ন মরিশিয়ান রুপি সমপরিমাণ 27 লক্ষ 50 হাজার টাকা করে ব্যাংকের মাধ্যমে প্রেরণ করে। গত 15 ফেব্রুয়ারি, 2021 আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণ প্রেরণ সংক্রান্ত কাগজ-পত্রাদি মান্যবর হাইকমিশনারের নিকট হস্তান্তর করেন কোম্পানীর প্রধান নির্বাহী জনাব আনোয়ার রামাদান এবং কোম্পানীর কর্ণধার জনাব ঈশান চেটি। ইতোমধ্যে ক্ষতিপূরণ প্রাপ্তির বিষয়টি নিহতের পরিবারের সাথে যোগাযোগ করে নিশ্চিত হওয়া গেছে।