মমতাজে মাতোয়ারা খুলনা

লেখক:
প্রকাশ: ৭ years ago

জনপ্রিয় ফোক শিল্পী ও সংসদ সদস্য মমতাজের গানের তালে আনন্দে ভাসল খুলনা।বুকটা ফাইটা যায়, বন্ধু তুইরে ও লোকাল বাসসহ জনপ্রিয় সব গানে নগরীর শিববাড়ী মোড়ে এক কনসার্টে দর্শকরা হয়ে ওঠে আনন্দে মাতোয়ারা।

বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ শেখ আবু নাসের গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে এ কনসার্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মমতাজ ছাড়াও গান পরিবেশন করেন ইন্ডিয়ান আইডলের অমিত পাল, স্থানীয় শিল্লি রেশমা ও চুমকিসহ  আরো অনেকে।আজ শুক্রবার বেলা ১১টায় শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে এ টুর্নামেন্ট শুরু হবে।কনসার্টের আগে সন্ধ্যায় টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উদ্বোধন করা হয়। খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র সংসদ সদস্য আলহাজ তালুকদার আব্দুল খালেক জার্সি ও ট্রফি উন্মোচন করেন।এ সময় বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল এমপি, টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বিসিবির খুলনা বিভাগীয় পরিচালক শেখ সোহেল ও শেখ রুবেলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদ সদস্য আলহাজ মিজানুর রহমান মিজান। এ সময় কেএমপি কমিশনার মো. হুমায়ুন কবীর ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, এ টুর্নামেন্টে প্রিমিয়ার লিগের ৮টি ও প্রথম বিভাগ লিগের ৮টিসহ মোট ১৬টি দল অংশগ্রহণ করছে।উদ্বোধনী খেলায় পঞ্চবীথি ক্রীড়া চক্র বনাম কাশিপুর ক্রিকেট একাডেমি অংশ নেবে।  খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেলের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্ট শুরু হচ্ছে।

জাতীয়প্রচ্ছদফিচারবরিশাললেখালেখি এ সম্পর্কিত আরও পড়ুন:
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধ পরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে প্রথমেই স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন।তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রয়োজনীয় সামগ্রী প্রদানের জন্য বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এজন্য চাই সুষ্ঠু ব্যবস্থাপনা। স্বাস্থ্য খাতে কোনো প্রকার অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না। এ লক্ষ্যে কমিটির সকলকে সচেষ্ট থাকতে হবে।শনিবার পিরোজপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।সভায় পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. ফারুক আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর সিকদার, ওসি মো. কামরুজ্জামান তালুকদার প্রমুখ বক্তব্য দেন।এর আগে মন্ত্রী স্বরূপকাঠি পৌর গোরস্থান ও শ্মশান ঘাটের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে পৌরসভার মেয়র মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে যোগ দেন।সেখানে তিনি বলেন, বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন কোন কাজ না করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।পরে মন্ত্রী জাতীয় সমবায় দিবসের র‌্যালিতে অংশ গ্রহণ করেন। সব শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেন, ‘দলে থাকবেন আর দলের সিদ্ধান্ত বিরোধী কাজ করবেন, তা হবে না। অনুপ্রবেশকারীকে দলে স্থান দেওয়া হবে না। শেখ হাসিনা রাত-দিন পরিশ্রম করে দেশের উন্নয়ন করে চলছেন। এ ধারা অব্যহত রাখতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।’
৫ years ago