মমতাজের ‘লোকাল বাস’-এ কোটি যাত্রী!

লেখক:
প্রকাশ: ৭ years ago

জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ ও নবাগত শাফায়াত হোসেনের ‘লোকাল বাস’ গানটি প্রকাশের পরই ব্যাপক সারা ফেলে। এবার ইউটিউবের অফিসিয়াল পেজে গানটি কোটি বারেরও বেশি দেখার মাইলফলক স্পর্শ করেছে।

গাঙচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে ‘লোকাল বাস’ গানটি প্রকাশ পায় গত ২০১৬ সালের ২ সেপ্টেম্বর। যৌথভাবে এর কথা লিখেছেন লুৎফর হাসান ও গোলাম রাব্বানী। সুরারোপও করেছেন লুৎফর হাসান। সংগীতায়োজনে ছিলেন প্রীতম হাসান। র‌্যাপ গেয়েছেন শাফায়াত হোসেন।

গানটির ভিডিও নির্মাণ করেন তানিম রহমান অংশু। এতে মডেল হয়েছেন অদিত রহমান, সৌমিক আহমেদ, মুমতাহিনা চৌধুরী টয়া, সাফায়েত হোসাইন, প্রীতম হাসানসহ অনেকে।

এ প্রসঙ্গে ফোকসম্রাজ্ঞী মমতাজ বলেন, ‘এটা নিঃসন্দেহে ভালো খবর যে, অফিসিয়ালি আমার একটা গান ইউটিউবে কোটিবার দেখা হয়েছে। আমি সব সময় নতুনদের সঙ্গে কাজ করতে আগ্রহী।

এরই সুফল পাচ্ছি। এখন তো ডিজিটাল যুগ, গানেও সেই মাত্রা যোগ হয়েছে। ’

‘লোকাল বাস’ গানের ভিডিও-