ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, তাকে হত্যার ষড়যন্ত্র চলছে। এ জন্য ‘সুপারি’ও দেওয়া হয়েছে।
শুক্রবার ‘জি ২৪ ঘণ্টা’কে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগ করেন তিনি। খবর আজকালের।
সাক্ষাৎকারে মমতা বলেন, আমি সব সময় সাধারণ মানুষ হিসেবে থাকতে ভালোবাসি। এখন আমাকে হত্যা করতে সুপারি দেওয়া হয়েছে। প্রশাসনে আছি তাই খবর পেয়েছি। পুলিশ আমাকে বাড়িও বদলাতে বলেছে।
কোনও দলের নাম উল্লেখ না করে মমতা জানান, একটি রাজনৈতিক দল তাকে হত্যার চক্রান্তের জন্য টাকা দিয়েছে। এরই মধ্যে তার বাড়িও ‘রেকি’ করে গেছে খুনিরা।
তিনি আরও বলেন, আমি ভয় পাই না। বহু লড়াই, সংগ্রাম করে উঠে এসেছি। অত্যাচারিত হয়েছি। অনেকবার হত্যা চেষ্টা করা হয়েছে। সম্প্রতি খবর পেলাম আবারও আমাকে হত্যার ষড়যন্ত্র চলছে। কিন্তু আমি যতদিন বাঁচব, প্রতিবাদ করবই। কেউ আমার কণ্ঠরোধ করতে পারবে না। আর যদি সত্যিই এমন ঘটনা ঘটে, তাহলে আমার অবর্তমানে দল কে চালাবে সেটিও লিখে রেখেছি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com