মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহকে জন্মদিনের শুভেচ্ছা জানালো মেয়রসহ নেতাকর্মীরা

:
: ৬ years ago

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী মর্যাদা) বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ৭৪তম জন্মদিন আজ সোমবার (১০ ডিসেম্বর)।

আবুল হাসানাত আবদুল্লাহর জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানতে তার গ্রামের বাড়ি আগৈলঝাড়া উপজেলার সেরালের বাড়িতে রাতেই উপস্থিত হয় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র তার পুত্র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ বরিশাল জেলা ও মহানগর আওমী লীগের নেতাকর্মীরা।

এসময় নেতাকর্মীরা রাত ১২টা ১ মিনিট বাজার সাথে সাথে কেক কেটে তার জন্মদিন পালন করেন। পরে  আবুল হাসানাত আবদুল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় নেতাকর্মীরা।

এসময় আরও উপস্থিত ছিলেন, আসন্ন জাতীয় নির্বাচনে বরিশাল-৫ আসনের আওয়ামী লীগের মনোনিত নৌকার প্রার্থী বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীমসহ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।