মনোনয়নপত্র জমা দিলেন মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক

লেখক:
প্রকাশ: ২ years ago

আসন্ন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী তালুকদার আব্দুল খালেক মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিনের কাছে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন- খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজি আমিনুল হক, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা ও খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন আজ।

এদিকে, সোমবার (১৫ মে) পর্যন্ত মেয়র পদে ৮ জন, ৩১টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৮৮ জন ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

কেসিসি নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ১৮ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।আগামী ২৫ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ২৬ মে প্রতীক বরাদ্দ ও ১২ জুন ভোটগ্রহণ করা হবে।