মধ্যরাতে হেফাজতের আহ্বায়ক কমিটি ঘোষণা

লেখক:
প্রকাশ: ৪ years ago

বিলুপ্ত ঘোষণার কয়েক ঘণ্টা পর মধ্যরাতে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

এতে জুনায়েদ বাবুনগরীকে আমির ও আল্লামা নুরুল ইসলামকে মহাসচিব করা হয়। এছাড়া কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে মুহিব্বুল্লাহ বাবুনগরীকে।

রোববার (২৫ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে হেফাজতে ইসলামের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

ফেসবুকে বলা হয়, ‘চলমান অস্থির ও নাজুক পরিস্থিতি বিবেচনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ও মহানগর কমিটি বিলুপ্তি ঘোষণা পরবর্তী উপদেষ্টা কমিটির পরামর্শেক্রমে ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো।’

এই ৩ সদস্যের আহ্বায়কগণ অতি দ্রুত হেফাজতে ইসলাম বাংলাদেশের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করবেন বলে স্ট্যাটাসে জানানো হয়।

এর আগে রাত ১১টায় এক ভিডিওবার্তায় জুনায়েদ বাবুনগরী বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন, ঈমানি-আকিদার সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। হেফাজতে ইসলামের কিছু গুরুত্বপূর্ণ সদস্যের পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা কওমি মাদরাসাভিত্তিক সংগঠন হেফাজত আলোচনায় আসে গত বছরের শেষ দিকে। তখন সংগঠনটির নেতারা ঢাকায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতায় ব্যাপক ঝাঁঝালো বক্তব্য দিয়েছিলেন।