সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে সোমবার পবিত্র রোজা রাখা শুরু করবেন মধ্যপ্রাচ্যের মুসলিমরা। যুক্তরাষ্ট্রেও একই দিন থেকে রোজা শুরু হচ্ছে।
মধ্যপ্রাচ্যের আকাশে শনিবার পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে ১৪৪০ হিজরির শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে, সোমবার (৬ মে) থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু হবে। সৌদি আরবের গ্র্যান্ড মসজিদ থেকে এ সংক্রান্ত ঘোষণা প্রচার করা হয়েছে।
আরব নিউজের খবরে সৌদি আরবে চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও সোমবার থেকে রোজা শুরু হবে। এসব দেশে রোববার থেকে তারাবি শুরু হবে।
সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। বাংলাদেশে সোমবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সোমবার চাঁদ দেখা গেলে রাতে সেহরি খেয়ে মঙ্গলবার থেকে রোজা শুরু করবেন বাংলাদেশের মুসলিমরা।