রাজধানীর মতিঝিল ও মিরপুরে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার সকাল থেকে এ অভিযান পরিচালিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, অস্বাস্থ্যকর পরিবেশ ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে মাংস বিক্রির অভিযোগে মতিঝিলের শাহজাহানপুর এলাকার খলিলুরের মাংসের দোকানকে ৩০ হাজার টাকা ও হালাল মিটকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া এজিবি কলোনি কাঁচাবাজারের একটি ফলের দোকানকে ২০ হাজার টাকা এবং ফকিরাপুল কাঁচাবাজারের আদনান ফ্রুট সেন্টারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
মিরপুর-১ শাহআলী মার্কেটের ১০টি খেজুরের দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।