মডেল ইরফান সাঈদের সংগ্রামী পথচলা

লেখক:
প্রকাশ: ২ years ago

দেশের মডেলিং জগতে ইরফান সাঈদ এক পরিচিত নাম। তবে ‍উচ্চশিক্ষার জন্য বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন। সম্প্রতি ইউনিভার্সিটি অব ক্রিটিভ আর্টস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন ইরফান সাঈদ।

এ প্রসঙ্গে ফেসবুকে এক পোস্টে ইরফান লিখেছেন, ‘২০২১ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ক্রিটিভ আর্টসে মাস্টার্স অব গ্লোবাল বিজনেস ম্যানেজমেন্ট সাবজেক্ট পড়তে আসি। গত ১৪ অক্টোবর আমার কোর্সের এক বছর সম্পন্ন হলে সমাবর্তন অনুষ্ঠান হয়। মা-বাবার দোয়া, বড় ভাইয়ের সহযোগিতায় আজকে আমার এ উচ্চশিক্ষার সফলতা।’

পোস্টে তিনি আরো লিখেছেন, ‘ভয়কে জয় করে এগিয়ে যেতে হয়। সবচেয়ে জরুরি নিজের প্রতি আস্থা রাখা। জীবন চলার পথে অনেক হোঁচটের পরেও আবার ঘুরে দাঁড়াতে পেরেছি। মা-বাবা ও ভাই-বোনের দোয়া, উৎসাহ, শাসন ও সহযোগিতায় আজকে আমার স্বপ্ন পূরণ। মা-বাবা সব সময় চাইতেন, যেন ভালো মনের মানুষ হই! জীবনে তা চেষ্টা করে যাচ্ছি। পড়ালেখার জার্নিটা আমার জন্য সহজ ছিল না, করোনাকালীন সময় অনেক কঠিন হয়েছে। সব বাধা বিপত্তিকে জয় করে এগিয়ে গিয়েছি। ধন্যবাদ জানাই তাদের, যাদের জন্য পড়াশোনার পথটি সহজ হয়েছে। আমি সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞ। নিজেকে অনেক এগিয়ে নিয়ে যেতে চাই। সবার কাছে দোয়া ও ভালোবাসার আরজি রইলো।’

কক্সবাজারের সম্ভ্রান্ত পরিবারের সন্তান ইরফান সাঈদ লেখাপড়ার পাশাপাশি শখের বসে মডেলিং এবং অভিনয়ে নিয়মিত ছিলেন। ২০১৪ সালে চ্যানেল আইয়ের ‘সিটিসেল তারকা কথন’ থেকে তার মিডিয়া যাত্রার হাতেখড়ি। এরপরে ‘সুহৃদ মডেল ফেয়ার’ থেকে মডেলিংয়ে নাম লেখান। ব্যাং, অঞ্জনস, অপাস, ইন্ডিগো সহ বিভিন্ন খ্যাতনামা পোশাক ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। একাধিক টিভি বিজ্ঞাপনেও কাজ করেছেন।

ইরফান দেশে ফিরে মিডিয়া জগতে ফের নিয়মিত হবেন বলে আশাবাদী।