মডার্নার বাতিল করা টিকা নেওয়ার পর জাপানে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বেশ কয়েকটি ভায়ালে দূষিত উপাদান পাওয়ার পর জাপান মডার্নার ১৬ লাখ ৩০ হাজার টিকা প্রয়োগ স্থগিত রাখে। অবশ্য পরে জাপান সরকার ও মডার্না জানায়, এতে টিকার নিরাপত্তা কিংবা কার্যকারিতার ব্যাপারে সমস্যা নেই। তবে পূর্বসতর্কতা হিসেবে এগুলো দেওয়া বন্ধ রাখা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সরকারি টেলিভিশন চ্যানেল এনএইচকে জানিয়েছে, ধারণা করা হচ্ছে ভায়ালের ভেতরে পাওয়া উপাদনগুলো ধাতব কণা।
শনিবার জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মারা যাওয়া দুজনই পুরুষ এবং তাদের বয়স ৩০ এর কোঠায়। গত বৃহস্পতিবার মডার্নার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছিলেন তারা। এর কয়েক দিন পর তাদের মৃত্যু হয়। তবে তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com