পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর বিউটিশিয়ান শাম্মী আক্তাকে হত্যার অভিযোগে গ্রেপ্তারকৃত ও জেল হাজতে থাকা স্কুল শিক্ষিকা আয়শা খানমকে দুই দিন জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৭ আগস্ট) মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুল আজাদ এ আদেশ দেন।
এর আগে মঙ্গলবার মামলার পক্ষে-বিপক্ষে জেরা শুনে বুধবার শুনানীর দিন ধার্য্য রাখেন আদালত। মঠবাড়িয়া থানা পুলিশ গ্রেপ্তারকৃত আয়শা খানমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে গত ৯ আগস্ট মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, গত সোমবার (৮আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শাম্মী আক্তারের (৪০) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিন রাতে শাম্মী আক্তারের ছেলে সাইম আলম (১৭) বাদি হয়ে তার সৎ বাবা শেখ সিরাজুস সালেকিন (৩৩) ও মামী স্কুল শিক্ষিকা আয়শা খানমকে (৫০) আসামি করে মামলা করে। আয়শা খানম কেএম লতীফ ইনস্টিটিউশনের সহকারী শিক্ষিকা।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com