মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ার বড়মাছুয়া-রায়েন্দার বলেশ্বর নদীতে সদ্য চালু হওয়া ফেরীতে খেয়া ঘাটের ইজারাদার কর্তৃক টোল আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসি।
শনিবার দুপুরে বড়মাছুয়ার বলেশ্বর নদীর ফেরীঘাটে এ কর্মসূচি পালিত হয়। টোল আদায়কে কেন্দ্র করে নদীর দু’পাড়ে চালাচলকারী জনসাধারণের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। শনিবার সকালে ৎরায়েন্দা এলাকার টোলঘর গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
এদিকে নিয়ম বহির্ভূতভাবে ফেরীতে চলাচলকারি যাত্রীদের কাছ থেকে টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
পরে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বড়মাছুয়া ইউপি সদস্য কাইয়ুম হাওলাদার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওমর হাওলাদার ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন প্রমুখ।
বক্তারা সওজ’র ফেরীতে অবৈধভাবে টোল আদায়ের তীব্র প্রতিবাদ জানিয়ে আদায়কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com