মঠবাড়িয়ায় জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

লেখক:
প্রকাশ: ৪ years ago

পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ইসমাইল ফরাজী (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। সোমবার সকাল দশটার দিকে উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামে নিজ বাড়ির সম্মূখ সড়কে এ ঘটনা ঘটে। পরে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত ইসমাইল ফরাজী দক্ষিণ মিঠাখালী গ্রামের হাজী আবদুল সালাম ফরাজীর ছেলে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানাগেছে, আহত কীটনাশক ব্যাবসায়ী ইসমাইল ফরাজীর সাথে প্রতিবেশী রুহুল কবিরাজ ও তার ছেলের সাথে দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল।
এর জেরে সোমবার সকালে প্রতিপক্ষরা বিরোধপূর্ণ সীমানার বেড়া ভেঙ্গে জমি দখল করার চেষ্টা চালায়। এসময় আহত ওই কীটনাশক ব্যবসায়ী বাধা দিতে গেলে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ. জা. মো. মাসুদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতের পরিবার মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।