প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৫, ১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৫, ২০২১, ১:৩২ পূর্বাহ্ণ
মঠবাড়িয়ায় পিতা- পুত্রকে কুপিয়েছে সন্ত্রাসীরা
![](https://bangla.earthtimes24.com/wp-content/uploads/2021/02/PicsArt_02-24-09.24.17.png)
নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানায় পিতা মোঃ আফজাল হোসেন হাওলাদার ও তার পুত্র আব্দুর রহিম হালদারকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বুধবার ২৪ শে ফেব্রুয়ারি দুই দফায় তাদের উপরে হামলা চালানো হয়। প্রথমবার সকাল ৯ টায় তাদের উপরে হামলা চালালে চেয়ারম্যানের নির্দেশে লোকজন এসে তাদেরকে মীমাংসার কথা বলে যায় কিন্তু প্রতিপক্ষ সন্ত্রাসীরা চেয়ারম্যানের কথা অমান্য করে পুনরায় দুপুর একটার দিকে হাওলাদার বাড়ির নিজ ঘরে ঢুকে পিতা-পুত্রকে পিটিয়ে রক্তাক্ত করে এবং ঘর দুয়ার ভাঙচুর চালায়। আহতরা হলোওই থানার সাপলেজ গ্রামের বাসিন্দা মৃত আব্দুল সত্তার হাওলাদারের ছেলে ও নাতি। বর্তমানে তারা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
আহতর সূত্রে জানা যায়, ঘটনার দিন একই এলাকার বাসিন্দা মসজিদ মাস্টারের ছেলে সেলিম হাওলাদার এর ডাল খেতে একটি ছাগল যায়। তারা ছাগলটির একটি পা ভেঙে বাড়িতে নিয়ে এসে গালিগালাজ করতে থাকে। তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে সেলিম হাওলাদার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নিরু,খুশি, মিমি, শৈভন, রেশমা সহ অজ্ঞাত ৭/৮ জন সন্ত্রাসীরা মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপরে হামলা চালায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের অবস্থা আশঙ্কাজনক হলে সেখানে কর্মরত চিকিৎসক তাদেরকে শেবাচিমে রেফার করেন। বর্তমানে তারা এই হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে । এনিয়ে মঠবাড়িয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com