মঙ্গলবার থেকে নতুন সময়ে অফিস

লেখক:
প্রকাশ: ২ years ago

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য নেওয়া চলমান অফিসের সময়সূচি মঙ্গলবার (১৫ নভেম্বর) থেকে পরিবর্তন হবে।

সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

সোমবার (১৪ নভেম্বর) পর্যন্ত অফিস সময় ছিল সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত।

এর আগে, গত ৩১ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে অফিসের সময়সূচিতে এ পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছিল, যা মঙ্গলবার থেকে কার্যকর হবে। শীত চলে আসার কারণে অফিসের সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে। আদালতের বিষয়ে উচ্চ আদালত এবং ব্যাংকের বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট থেকে অফিসের সময় করা হয়েছিল সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত।