মঙ্গলবার আদালতে যাবেন খালেদা

লেখক:
প্রকাশ: ৭ years ago

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তি-তর্ক উপস্থাপনের জন্য মঙ্গলবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, মঙ্গলবার সকাল ১০টায় গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রাজধানীর বকশিবাজার আলিয়া মাদরাসা মাঠের বিশেষ আদালতে রওয়ানা হওয়ার কথা রয়েছে তার।

উল্লেখ্য, ২০১০ সালের ০৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।

এছাড়া জিয়া অরফানেজ ট্রাস্টে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ০৩ জুলাই দুদক রমনা থানায় মামলা করে। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় এই মামলায়।