মগবাজারে ভয়াবহ ভবন বিস্ফোরণের ঘটনা গ্যাস থেকে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
রোববার (২৭ জুন) রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে জানান, 'আমরা প্রাথমিকভাবে ধারনা করছি গ্যাস থেকে ভবনের বিস্ফোরণ ঘটতে পারে। যা পরে আশপাশে ছড়িয়ে যায়। তারপরও ঘটনাটি তদন্ত করে প্রকৃত বিস্ফোরণের প্রকৃত কারণ বের করা হবে।'
এর আগে ঘটনার পরপরই আসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘ধারণা করছি ভবনের নিচে শর্মা হাউজের গ্যাস বিস্ফোরণে এ ঘটনা ঘটতে পারে। পাশাপাশি এ ঘটনায় ৭ জন নিহত হওয়ার প্রাথমিক তথ্য জানতে পেরেছি। প্রকৃত কারণ বের করতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।‘
এর আগে সন্ধ্যা সাড়ে ৭ টার পর পর মগবাজার সার্কুলার রোডের তিন তলা ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ভবনটির নিচ থেকে উপর পর্যন্ত বিধ্বস্ত হয়ে যায়। বিস্ফোরণে আশপাশের কয়েকটি ভবনসহ ৩ টি বাস, বিপরীত পাশের রাস্তায় আরও দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com