ভোলা বোরহানউদ্দিনে মা ইলিশ রক্ষা অভিযানে বোরহানউদ্দিনে ২১ জেলে আটক

লেখক:
প্রকাশ: ৩ years ago

ভোলা বোরহানউদ্দিন সীমান্তবর্তী মেঘনা ও তেতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে ২১ জেলেকে আটক করে জেল জরিমানা করা হয়েছে।

রবিবার রাতে ভূমি সহকারী কমিশনার মো. শোহেব মোবাইল কোর্টে আটককৃত জেলেদের জেল জরিমানা আদায় করেন।

বোরহানউদ্দিন মৎস্য অফিস সূত্রে জানা যায়, রবিবার পৃথক অভিযানে মেঘনা ও তেতুলিয়া নদীতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ২১ জন জেলেকে আটক করেন।

এদের মধ্যে সাত জেলেকে এক বছর করে কারাদন্ড, আট জন জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং ছয় জেলেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

রিপন (২৬), মো: শাকিল (২০), সবুজ (২৩), মো. করিম (৩০), সালাউদ্দিন (২৩), আবুল কালাম (২২), মো. শরিফ (৩৫) সবং সাং জয়া গংগাপুর প্রত্যেককে এক বছর করে কারাদন্ড।

এছাড়া মো. নাজিম (২৮) সৈয়দ পুর, নাগর মিয়া (৫২), মো. নাহিদ (২০), সাং পক্ষিয়া ৬নং ওয়ার্ড, বাবুল মাঝি (২৪), মো. জামাল (৩৫), মো.জুয়েল (২৫), মো. হারুন (১, মো. সোহেল (২১) সাং দালালপুর টবগী এই আট জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়।

এবং মো. নাজিম, রিয়াজ, মো. নাইম, জাকির, মো. শামী, নাঈম এই ছয় জন কে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এতথ্য নিশ্চিত করেন উপজেলা সহকারী ভূমি কমিশনার মো. শোহেব হোসেন।