ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকা থেকে একটি ট্র্যাভেল ব্যাগের মধ্যে থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে এক মাদক কারবারিকে।
শুক্রবার (২৭ মে) ভোররাত ৩টার দিকে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম এ অভিযান চালায়। মনির হোসেন দৌলতখান উপজেলার মধ্য জয়নগর গ্রামের জাহাঙ্গীর আলম মিন্টুর ছেলে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সূত্রে খবর পাওয়া যায় একজন মাদক কারবারি কুমিল্লা জেলা থেকে একটি ট্র্যাভেল ব্যাগের মধ্যে করে ৯ কেজি গাঁজার একটি চালান ভোলায় নিয়ে আসছে।
পরে শুক্রবার রাত ৩ টার দিকে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি মনিরকে গ্রেফতার করে।
এসআই সিদ্দিকুর রহমান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির জানিয়েছে, এর আগেও কুমিল্লা থেকে মাদকের একাধিক চালান সে ভোলায় এনেছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com