ভোলা থেকে ইলিশসহ ৩০ মণ বিভিন্ন ধরণের নদীর মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
রোববার (১৩ মার্চ) সকালে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন এলাকার একটি ঘর থেকে মাছগুলো জব্দ করা হয়।
ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে জেলেরা মেঘনা নদীতে ইলিশসহ বিভিন্ন ধরনের মাছ শিকার করে। ওই মাছ বিক্রির জন্য একটি মাছের ঘরে রাখে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের দক্ষিণ জোন ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে ইলিশ, পোয়াসহ বিভিন্ন ধরনের মাছ জব্দ করি। পরে জব্দকৃত মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে।
এর আগে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাসের জন্য ভোলার ইলিশা থেকে চর পিয়াল মেঘনা নদীর শাহবাজপুর চ্যানেলের ৯০ কিলোমিটার ও ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা জারি করে সরকার।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com